CBET কি – What is CBET? By Moslem Uddin

1720

CBET কি?
একি বাস্তব নাকি মেকী ?
একি মঞ্চেই শেষ হওয়া রাজনীতির বুলি!
নাকি কল্পণার ফানুশ , শিল্পীর রং তুলি।
একি খাদ্য বস্ত , রসনার স্বাদ?
নাকি শোষনের নয়া ফাদ!!
CBET কোনো ফাকা বুলি নয়, CBET আশার আলো
এগিয়ে যাওয়ার সাহস যোগায় , বলে “সামনে চলো,
পিছন ফিরে তাকিওনা নিরাশার গহবরে,
সামনেই তোমার ভবিষৎ উচ্চ শিখরে।
দৃঢ় পদে এগিয়ে চলো , আর কটা দিন
অমানিশা কেটে গেছে , পূর্বাকাশ রঙিন।”

CBET ক্ষুদ্র ক্ষুদ্র সামথ্যের পুঞ্জিভুত রূপ,
ছিটকে যাওয়া স্ফুলিঙ্গে প্রজ্জলিত ধূপ।

CBET ভাবতে শেখায় তুমি আগামী দিনের মহীরুহ,
বীজের ভিতর সুপ্ত ফুল পাতা , অন-অঙ্কুরিত রুহ,
তপ্ত দুপুরে ছায়া দানকারী প্রসারিত শাখা,
সন্ধ্যায় ফিরে আসা পাখির আশ্রয় -আদরে মাখা,
দূর থেকে দেওয়া দিক নির্দেশনা পথহারা পথিকের
গন্তব্য অপেক্ষমান , ভুলে যাও কষ্ট ক্ষনিকের।

হৃদয়ের আজন্ম লালিত আশা
যা পায়নি কোন ভাষা,
শব্দ দিব আমরা, তুমি তৈরি কর কথা
আশার বাণী তুমিও শোনাও, উচ্চ্ রাখ মাথা।

সম্ভবনা সবার থাকে, হারিয়ে যায় তলে।
স্বপ্ন সবাই দেখে, সকালে যায় ভুলে।
পরাজিত সে শুধু স্বপ্নই যার মোহ,
স্বপ্নকে দেয় না রূপ ঝিমায় অহরহ।
মোহ ভঙ্গ করে CBET, জাগ্রত রাখে সম্ভবনা, যায় না হারিয়ে।
CBET দেখতে শেখায় দৃষ্টির সীমানা পেরিয়ে।
স্বপ্ন তোমার, CBET দেয় উপকরন।
অভিযান কর, সফলতা কর অপহরণ।

ভাষা সবার থাকে, মিলিয়ে যায় প্রকাশনার আগে।
CBET এসে পাশে দাড়ায় গভীর অনুরাগে।
সাহায্যের হাত বাড়িয়ে বলে, আমরা সাথে আছি,
ভয় পেও না, এগিয়ে চল, সাফল্য অতি কাছাকাছি।
CBET বলে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বালু কনা; সবাই মিলে কাচ।
আমরা হীরক অনু; সম্মিলিত তাজ।

CBET-
নিবু নিবু দ্বীপকে করে প্রজ্জলিত,
অমানিশায় উষার আলো উদ্ভাসিত।
হৃদয় সাগরে আনে আনন্দের উর্মিমালা
বেচে থাকার নব আশায় ভাসায় ভেলা।
খুশী আনে মনে, আনে নব প্রত্যাশা
CBET বুঝে অব্যক্ত মনের ভাষা।

বলতে চাওয়া কথাকে বলতে দেওয়া
ফুটতে চাওয়া ফুলকে ফুটতে দেওয়া
যে চলতে চায় তাকে চলতে দেওয়া
আশাহত হৃদয়ে আশা দেওয়া
CBET এর লক্ষ্য ও চাওয়া।

সাধ্যহীন সাধকে বাস্তবে আনা
হারিয়ে যাওয়া স্বপ্নকে ফিরিয়ে আনা
লুকায়িত রত্নকে সামনে আনা
CBET এর লক্ষ্য ও উদ্দীপনা।

মর্ত্যের কোনায় কোনায়
CBET আশার বানী শোনায়-
ভয় পেও না , নও তুমি একাকী
তোমার সাথে পথ চলার আমরা ঝাক বাধা পাখি।

প্রবাস জীবনে স্বদেশের টান, স্বদেশের অনুভুতি,
তন্ত্রে তন্ত্রে আজও অনুভবি দেশে ফেরার আকুতি।
বড় ভালবাসি দেশের মানুষ, দেশের আকাশ বাতাস,
দেশের কল্যাণে বড় খুশি হই, CBET-ই তার বহিঃ

Facebook Comments