১৪২৩ এর ভাবনা – Reflections of 1423, by Asma Khan
Please visit my blog, http://asmakhan.cbet.ca/
বিখ্যাত মোগল সম্রাট শাহেনশাহ আকবর
শুরু করেন ‘বঙ্গাব্দ’, নুতন এক ফসলী বছর
সাম্রাজ্যের কোষাগারে হোক জমা ‘রাজস্ব’
১লা বৈশাখে নুতন বছর, শুভ নব-বর্ষ !!
সোয়া চৌদ্দ শ’ সালের ফসলী ইতিহাসে
বাংলার চাষি দেশের মাটি বড় ভালোবাসে
মাঠের শস্য তোলা গোলাঘরে, … বিপদ যে কত ছিল
মগের পর বর্গীরা দলে দলে এসেছিলো
বানের পরে খরা, মানুষ ছিল অসহায়
‘বুলবুলিতে ধান খেয়ে গেছে, রসুন বোনা’ ছিল দায়।
নীল চাষার সানকিতে শুধু পান্তা, কাঊন, খুদ
শাক পাতার সালুন, ছিলনা এক রত্তি হলুদ।
স্বাধীন বাংলা দেশে কিষানের নুতন পরিচয়
শহর সাজে বিলাসি সাজে, অভাবী গ্রাম পিছে রয়
আঙ্গিনাতে লাউএর মাঁচা, মাথার ‘পরে ছনের চাল
চ্যালা, পুটি ভাসা এজমালী খাল,
ভাগা জমিনে জোটানো দুমুঠো ভাতের চাল…
হালখাতাতে ঋনের পাতা, চাষার জীবন ধু ধু আকাল।
বাংলা সনে উচ্ছলিত মনে পথে পথে এ কোন কার্নিভ্যাল!
মৈত্রী উৎসব আসে ‘মঙ্গল যাত্রায়’ ‘মুখোস’ পড়ে
পহেলা বৈশাখে ‘গ্রাম’ বেড়াতে আসে ঢাকা শহরে
কোন পরিচয় বুনে দেয় এই নুতন বছরে।
শহর যদি এদিনটাতে গ্রামে শিকড় পানে ফেরে
আমজনতার মিলন মেলায় দেশটাকে ফের মায়া দিয়ে ঘেরে।