Where are We Going, (Part 1), Moslem Uddin, কোথায় যাচ্ছি আমরা ? -– (পর্ব -১) মোসলেম উদ্দীন

1649

কোথায় যাচ্ছি আমরা ? –– (পর্ব -১মোসলেম উদ্দীন

যখন যাই শপিং  এ সবাই মিলে

শিশু কন্যা  জিজ্ঞাসে নিষ্পাপ কৌতুহলে

কোথায় যাচ্ছি আমরা ?

প্রশ্নকারীর মুখে খুশীর ঝলক

অশ্রূহীন  নেত্রে কৌতুহলী  পলক।

কিনবে নানাবিধ খেলনা আবদার মধুময়

উত্তরদাতার উত্তর দিতে নেই কোন সংশয়

উত্তরদাতা উপভোগ করে প্রশ্নকারীর কথা

প্রশ্ন যত বাড়ে আনন্দ তত , ভুলে যায় সব ব্যাথা।

আমার দেশ নিয়ে কেউ  যখন জিগায় কোথায় যাচ্ছি আমরা ?

প্রশ্নকারীর বুকে ভয় , কুচকে আসে চামড়া

এমন প্রশ্ন যদি যায় প্রশাসনের কানে

কখন কোন বিপদ নেমে আসে কে জানে!!

উত্তরদাতা প্রশ্ন শুনে কাপে বুক দুরু দুরু

এমন প্রশ্ন কি কেউ করে কুচকে আসে ভ্রূ

উত্তর দিতে বন্ধ হয়ে আসে গলা , মনে শত সংশয়

উত্তর যদি প্রশাসনের মনমত না হয়।

উত্তরদানে নেই স্বাধীনতা

প্রশ্ন যাইহোক – উত্তর প্রশাসনের গদ বাধা কথা

কখন কি বলব সেটা প্রশাসনের বাধায় করা স্ক্রিপ্ট

নইলে তুমি দেশের শত্রূ, তুমি কালপ্রিট।

                                               ——- ( চলবে )

Facebook Comments