কানাডা ২০১৭ সাল, আসমা খান, Canada 2017, Asma Khan
বিশ্বায়নের পথে দেখে মরীচিকার আলো
দলে দলে মানুষ যখন দেশান্তরি হোল
একদিকে সব হতমানের দীন দরিদ্র চাটাই
অপর দিকে স্বনামধন্য খ্যাতিমানের যশের রোসনাই।
ও বাদামী, সাদা দেশে তোমার কোথায় ঠাই?
চটকদার এই দেশে দেখো মেলে সবই মেলে
ছাই ফেলতে ভাঙ্গা কুলো, কারো আঙ্গুল ফুলে মুলো,
কপাল ওরে কপাল! ধূলো থেকে ফলায় সোনা
সোনা হয়ে যায় ধুলো।
ও বাদামী, কেমন করে সিসিম দুয়ার খোল?
ছবির মত সাজানো বিশাল এই দেশে
স্মৃতি গুলো খোয়াব গুলো নুতন সাজে মেশে
মেধায় শ্রমে ক্রমে ক্রমে সুনাম পরিচয়
ফুলের সুবাস বাতাশ ছড়ায়, অলীক কিছু নয়।
সোনার হরিণ খুজতে এসে পাঁচ মিশালি দেশে
সবাই মিলে এদেশ সাজায় অনেক ভালোবেসে।
নানান ধর্ম, নানান বর্ণ, নানান ভাষার ধ্বনী
মানুষ মাঝেই লুকিয়ে আছে ভালোবাসার খনি।
জিঘাংসাতে বিশ্ব জুড়ে বোধের বড় আকাল
বৈরী সময়ে মৈত্রী শপথ জ্বালায় আশার মশাল
দেড় শতকের স্বাধীনতা উদযাপনের কাল
আতঙ্ক নয়, আকাঙ্ক্ষাতে বরন করে ২০১৭ সাল!!