হাস্পাতাল, আসমা খান, Hospital, Asma Khan
সে এক অলৌকিক রহস্যর সেতু পারাপার
এপারে কখোনো উচ্ছাস আনন্দ, কখনো তীব্র হাহাকার
ও পারে কোন অচিনপুর চিরতরে পরলোক
চিরন্তন শোক
জন্ম, মৃত্য এবং রুগ্নদিনে যতনের ঘর্
হাস্পাতালে জীবন সে এক অবাক যাদুকর!!
অসুস্থ দেহ যখন হারায় সতেজ আলো
অগোচরে ঘোরে ফেরে আঁধার কালো
মেঘের কান্না ভিজায় অসুস্থ শয্যা
ব্যাথা, কস্ট, গ্লানি, অবুঝ লজ্জা
অক্ষমতা আসে গায়ে, আসে পায়ে পায়ে
ঘুমে জাগে ফের নিরুপায় ঘুমে, বোধ হারায়ে
চিকিৎসার তরে
রেলিং দেয়া বিছানায়, শুভ্র চাদরে
আশে পাশে মৃত্যু পায়চারী করে
সুদক্ষ চিকিৎসাতে কারো ‘দ্বিতীয় জীবন’,
কারো বা অন্তিম শয়ান।
ভুমিষ্ঠ শিশু, কানে কানে আযান।
জন্ম, মৃত্য এবং রুগ্নদিনে নিরাময় ঘর্
হাস্পাতালে জীবন সে এক অবাক যাদুকর!!
Facebook Comments