ফিনিক্স – নাঈমা চৌধুরী; Phoenix – Nayeema Chowdhury
যন্ত্রণার মূর্ত কারাগারে
সময় স্থবির, একাকী।
ফেলে আসা মুখ, কিছু কিছু সুখ
আর জোনাকীর রঙে ঝিলমিল স্মৃতিরা
প্রেতাত্মার মতো ঘুরে বেড়ায়,
বিবর্ণ রঙধনু হয়ে।
অসীম আকাশে ডানা মেলে
উড়বার সুখ পায়নি যে গাঙচিল,
তারও সাধ হয় ভাষাহীন মীনাক্ষীতে
শেষবার দেখে নেবে ঈপ্সিতেরে তার।
আজীবন সবুজ গায়ে মেখে
ঘাসের শরীর ছেনে,
এই শেষবেলায় এসে দুরন্ত
ঘাসফড়িঙেরও ইচ্ছে জাগে বুঝি
গা ভাসাতে অনন্ত নীলে।
বুড়ো বটে মুখ থুবড়ে পড়ে থাকা
ইঁদুরেরা উৎসবে মাতে।
জ্বলে জ্বলে শেষ হয় মোম
তবু পুড়বার বুঝি বাকী থেকে যায় কিছু,
ফিনিক্স হয়ে জন্মাবার আশায়।
Facebook Comments