Oh Muslim, Siraj Iqbal, Toronto, হায়! মুসলিম …!- ১ সিরাজ ইকবাল ( টরনট)
ডিসেম্বর ০২, ২০১৭
হায়! মুসলিম …! তোমরা তো চর্চা করছনা “ইসলাম” …!
যে “ইসলাম” এসেছিল শব্দটী থেকে “সালাম”…!!
“তোমার ওপরে হোক বর্ষিত ‘শান্তি’ …!
তোমরা কী ভুলে গেছো রাসুলের বানী ও “ক্লান্তি” …!!
হায়! মুসলিম …! বিদায় হজে কী বলে গেলো তোমাদের রাসুল …!
“ধর্ম সম্পর্কে করিও না বাড়াবাড়ি ” না হয় করবে চরম ভুল …!!
তোমরা যে খুঁটী নাটি পার্থক্যকে- বইস্মমকে দিচ্ছ প্রাধান্য …!
মানবিকতাকে জলাঞ্জলী দিয়েঃ আসল ধর্মকে করছ ছিন্ন – ভিন্ন …!!
হায়! মুসলিম …! তোমরা তো সঠিক চর্চা করছ না “ইসলাম” …!
ধর্মচর্চার প্রক্রিয়ায় কিছু ভেদাভেদ তো থাকতে পারেঃ “আনাম”…!!
কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ কাদিয়ানী, কেউ-বা ইসমাইলি …!
কেউ মাঝভাণ্ডারী, কেউ বা সুফী …কেউ-বা পীর মুরিদ বিশ্বাসী …!!
হায়! মুসলিম …! তাই বলে এরা কেউ-ই অমুসলিম নয় …!
স্রষ্টাকে সন্তুষ্ট করা যদি …স্রষ্টার আনুগত্য যদি করা হয় …!!
কোরআন ও হাদিসের বিধানের মধ্যে থেকে নিজের কল্যাণে …!
জাতী ও বিশ্ব ভ্রাত্রীত্তের জন্যে …মানুষের মানবতার সৌজন্যে …!!
হায়! মুসলিম …! আজ যদি রাসুল মোদের মাঝে বেঁচে থাকতেন …!
এইসব ছোটখাটো পার্থক্য গুলো তিনি অবশশি ভুলে যেতেন …!!
এবং মুসলিম জাতীকে মনোমালিন্য ভুলে যেতে বলতেন …!
আল্লাহের সন্তুষ্টির জন্য …মানবতার সেবার জন্য …!!
অ! আল্লাহ …! তোমার মানব জাতিঃ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি …!
তাদের করো তোমার বাধ্য …দাও তাকওয়াঃ করো জ্ঞাতি …!!
আমিন
Regards,
Iqbal