Ottawa Winterlude, Asma Khan, উইন্টারল্যুড, আসমা খান

955

Ottawa Winterlude, Asma Khan, উইন্টারল্যুড, আসমা খান

উত্তুরে হু হু হাওয়া, শীতের করাল থাবায়

হাঁস পাখী সব উষ্ণতায় উড়ে চলে যায়

পশু পাখী যারা থাকে, তারা শীত ঘুমে

হীম ঝরা ঝিম ঝিম শীতের মৌশুমে।

 

নদীর পানিও জমে হয় বরফের মোম

বিখ্যাত ‘আইস রিংক’! ‘স্কেটিং’ এ সক্ষম

দলে দলে সহাস্য কোলাহলে দ্রুত ধাবমান

খেলা্রাম খেলে গায় শীত ভাঙ্গা গান

বরফ ওড়ে, ঝরে, স্তুপ বাড়ে। শীত হয় গাঢ়

উই-ই-ই-ই… …

চুড়া থেকে ঢাল বেয়ে গড়াতে তে তো পারো।

 

ঝংকৃত বাদ্য, গায়কের গম গমে স্বর

তুষারের স্ফটিক ভাস্কর, ক্ষণিকের, কি যে সুন্দর!

ঝলমলে আলোর কারুকাজ,

যেন নাচে, নাচে রঙিন আলোর নির্ঝর

মন হয় মুগ্ধ, শ্বাস যেন রুদ্ধ, বিস্ময়কর।!!

উত্তর দক্ষিন, পুব, এবং পশ্চিমে

অকৃত্রিম শীত ছড়ানো যেন অটোয়ার হীমে

প্রকৃতির এ সংস্কৃতি, ঐতিহ্যর সৃস্টি, ঋতুর এ কম্পাসে

‘উইন্টারল্যুড’, উৎসবের দারুন সাজে চলে আসে

‘স্নো-ফ্লেক কিংডমে’ ঝিরি ঝিরি তুষার ঝরে

‘আইস হগ’ পরিবার এসে গেছে

লোকে বলে তাদের নিবাস তেপান্তরে… …

কি যেন রহস্য আছে তাদের যাদুর সংসারে!

বিস্ময়ের অতীন্দ্রিয় ঘোর মানুষের বোধ আলোকিত করে… …

ঐতিহ্যও শিল্পকে নিতে পারে এক উত্তুঙ্গ শিখরে!!

 

Facebook Comments