তোমার চিঠি ও আমার হারিয়ে যাওয়া , নাঈমা চৌধুরী
Lost in your letters, by Nayeema Chowdhury
চোখ খুলতেই তোমার চিঠি
নীল খামে মোড়ানো,
তারপর সারাটা দিন স্বপ্ন-বিভোর।
সারাটা দিন মেঘেদের আনাগোনা
আর একমুঠো রোদ্দুর।
উদাসীন জানালায় দাঁড়িয়ে দেখা
ঘাসেদের বেড়ে ওঠা,
দারুচিনি দ্বীপের ভেতর।
জীবনের মানে খুঁজতে খুঁজতেই
এই এতগুলো বসন্ত।
গান গাওয়া কোকিলের স্বভাবজাত,
তাই বলে তোমার শুনতে হবে কেন মেয়ে?
– বলে উড়ু উড়ু মনটাকে চোখ রাঙানি।
তবু কি মন মানে?
মন সেতো হারাতে চায়,
একলা পথিকের মতো,
দিশেহারা নাবিকের মতো,
দারুচিনি দ্বীপের ভেতর।
অন্ধকারে মুখোমুখি বসার আয়োজন করে,
তোমার কথা, তোমার গল্প, তোমার গানে
হারিয়ে যেতে যেতে ফিরে আসে
আবার চারদেয়ালের গণ্ডীতে।
তারপর আবার শুরু অপেক্ষা,
কবে আসবে তোমার চিঠি ?
আর আমার হারিয়ে যাওয়ার দিন।
Top of Form
Facebook Comments