স্বাধীন…! স্বাধীন…! দিকে…! দিকে…! ( parody)-2 সিরাজ ইকবাল (টরন্ত)
স্বাধীন …! স্বাধীন …! দিকে …! দিকে …!
জাতীয় রাজস্বকে ফাঁকি দিয়ে …ফাঁকে ফাঁকে …!!
Under কিবা over invoice করে … বাবসার নামে …!
স্বাধীনতাকে অপববেব হার করে …নিজের পকেটে টাকা ভরে …!!
Canada-America এসে “বেগম পাড়া” গড়ে …!
কালো টাকা সাদা করে …রুখবে তোদের কারা …?
স্বাধীন …! স্বাধীন …! দিকে …! দিকে …!
বিদেশের কাছে দেশ কে বেঁচে দিয়ে …!!
ভুরি – ভুরি প্রকল্প বাস্তবায়ন উদ্বোধন করে …!
মানুষ (জনতা) কে বোঝায়ে …কবে হবে শেষ …?
স্বাধীন …! স্বাধীন …! দিকে …! দিকে …!
যাচ্ছে ওরা এঁকে বেঁকে …!!
ওরা যে হোতা …দেশের নেতা …!
দুদক ও হতভম্ব …অপারগতা …!!
এই তো স্বাধীন দেশ …স্বাধীন মানুষ …!
চালের কেজি চল্লিশ টাকা …!!
কোথায় গেলো চালের মণ বিশ টাকা …?
আমরা তবু বাঁচি খেয়ে পরে …!
কেউ বা আবার না-খেয়ে …সংগ্রাম করে …!!
(ক্রমশ)
ইতি, শুভেচ্ছন্তে
ইকবাল