নতুন অনুভতি …! সিরাজ ইকবাল (টরন্ত) অগাস্ট ২, ২০১৮: New Sensation, Engineer Siraj Iqbal, Toronto
নতুন কবিতা …নতুন কবি …নতুন ছন্দ …নতুন ছবি …!
প্রান ভরা লেখা …আলো ভরা শিখা …হোক এ জীবনের গতি …!!
নতুন গান …নতুন ভালোবাসা …নতুনের মাঝে ভবিষ্যতের আশা …!
নতুন কে করি আলিঙ্গন …নতুনের শিহরন …মনের ভাষা …!!
নতুন পরিবার …নতুন সংসার …নতুনের সাথে পুরাতনের যোগ …!
নতুন মানুষ …নতুন ফানুস …নতুনের কল্পনায় …হোক প্রতিরোধ …!!
নতুন সমাজ …নতুন আবাদ …নতুনের ফসলে …ভরে উঠুক …!
নতুন পরিবেশ …নতুন সূর্য …আলোয় …দিগন্ত ভরে উঠুক …!!
নতুন আকাশ …নতুন বাতাস …নতুনের নীলিমায় …!
নতুন পাখী …নতুন ভ্রমর …নতুন গুঞ্জনে …ভরে যায় …!!
নতুন নদী …নতুন দেশ …নতুন সাগরের …উচ্ছ্বাস ময় …!
নতুন পৃথিবী …নতুন ভরসায় …নতুন শান্তিময় …!!
ওঁ …! প্রভু …! নতুনের আবির্ভাবে করো তুমি প্রান সঞ্চারণ …!
শিষ্টাচার …মানবিক মূল্য বোধ ও শান্তির স্বপন …!!
আমিন
ইতি,ইকবাল
