দান, আসমা খান: Gifts, Asma Khan
কিছু কিছু অনুভূতি লুকিয়ে থাকে
একেবারে ভিতর দেয়ালে
পডিয়ামের ভাষনে প্রেরনার উৎসাহী উদ্দীপনা ছোঁয়ালে
মানুষের প্রতি দায়, মানবিক কারুকাজ
মমত্বের ভাজে দাতার সাজ
কিছু বঞ্চনার বুকে
আশা আর স্বপ্ন আনে জীবন সন্মুখে।
যে কোন স্থানে
মানুষ কি ভাবে হাসে কাঁদে বাঁচে তারা, শুধু তারা ই জানে।
জীবনে স্বপ্ন ও আকাঙ্ক্ষা করে কানাকানি
যদিও কারো কারো শুধুই কষ্টের ফিসফিসানি
আগামীর হাতছানি…
তাই খিলানে খিলানে মুখ বুজে করে চুনকাম
সবাই জানে উচ্চ শিক্ষার পরিনাম
যোগ বিয়োগে সামাজিক নিলাম।
গরীবের ‘হক’ আদায়ে গড়িমসি জোড়াতালি
তারপরেও নিগুঢ় সত্য, মানুষের বিবেক বড় শক্তিশালী!
তাই পডিয়ামে প্রান ছোঁয়া উদ্দীপ্ত স্বরে
সচ্ছলের দানে স্বপ্ন কেনে সুদূরের কিছু কুড়ে ঘরে।