অন্যরকম ভালোবাসা – নাঈমা চৌধুরী : A different kind of love by Nayeema Chowdhury
ঈশান কোণে মেঘ জমলেই
মন খারাপেরা ভিড় করে আসে
বৃষ্টি হলে নাকি মেঘ হালকা হয়
আমার দু’চোখে এখন
এক সাহারার খরা।
মন খারাপকে নির্বাসনে পাঠাবো
তেমন সুযোগও নেই।
মাননীয় স্পিকার ভালোবাসবার
অধিকার দিয়েছেন ঠিকই,
ভালোবাসা প্রকাশের সুযোগ দেননি।
নির্বাসন তাই বেচারা ভালোবাসার
কপালেই জোটে।
ভালো রাখতে পারিনি তাকে
অথচ কি আশ্চর্য দেখো,
যাবার সময় চুপিচুপি বলে যায়,
ভালো থাকিস সোনা,
ভালোবাসায় থাকিস।
অবুঝ হৃদয়গুলো বুঝি
এমনই বোকাসোকা হয়,
স্বার্থপর হতে জানে না।
অাকালের এই দিনে
অকালে তাই বর্ষা নামে।
গলার কাছে কষ্টেরা সব
জটলা করে দলা পাকায়।
বিষম ঠেকে যখন অকারণে
বুঝি কোথাও স্মরণোৎসব
হচ্ছে আজ।
মাননীয় স্পিকার
আপনি কেন ভুলে যান?
ভালোবাসার জন্য
ভাষার প্রয়োজন হয় না।
ভালোবাসি বলে নয়,
ভালোবাসা দোয়ায় হাত তুলেও হয়।