অর্থের …অর্থ …!সিরাজ ইকবাল; Meaning of Money …!, Engr. Siraj Iqbal, Toronto
অর্থের …অর্থ …! বুঝা বড় কষ্ট …!
যে অর্থ মোরা উপার্জন করি …পরিশ্রম দিয়ে …!!
যে অর্থ মোরা খরচ করি …জীবন যাপনের জন্য …!
সংসারের জন্য …সমাজের জন্য …রাষ্ট্রের জন্য …!!
যে অর্থ যোগায় উন্নয়নের …কর্ণধার …!
সে অর্থ ই আবার হয়ে যায় অবনতির কারনঃ
ভাইয়ে ভাইয়ে ঝগড়া …সংসারের বিতণ্ডা …!
দেশের সাথে দেশের যুদ্ধঃ অস্ত্র বিতরন …বিক্রয়করন …!!
শত শত মানুষের প্রান নিপাতঃ নারী-শিশুর প্রান …!
ধ্বংস যজ্ঞ …সভ্যতার পতন …! !
অর্থ…! তুমি ই অনর্থের কারন …!!!
ওঁ …! আল্লাহ্ ! তুমি অর্থ কে দাও মোদের শান্তির জন্য …!
দিও না মারা মারি… যুদ্ধ …প্রান …নিষ্প্রাণ জীবন হরন …!!
আমীন
ইতি,
সিরাজ ইকবাল