সকালের আলো …! (Dawn Light…!) Engr. S.B.M.Iqbal ( from Shanghai, China), Toronto
সকালের আলো …! লাগে কত ভালো …মেঘলা আকাশ …!
পাখীর কিচির মিচির …উচ্ছল,উদ্দম …ঝিরি ঝিরি বাতাস …!!
মাঝে মাঝে একটু দমকা হাওয়া …গাছের আন্দোলন …!
পাখীরা যায় …খাদ্দের অন্নেশায় …দৈনন্দিন জীবন …!!
মোদের জীবনটিও এই সমস্ত পাখী পশু দের মতো …!
তদুপরি মোরা সউভাগ্যবান …বিবেকের প্রথমতো…!!
মোরা যে সৃষ্টির শ্রেষ্ঠ ঃ আশরাফুল মাখলুকাত …!
যাদের জন্য শস্য – সবুজ, পশু – পাখী দিয়েছেন আশীর্বাদ …!!
হে ! মানুষ …! তবু তোমরা করছ না স্রষ্টার স্মরণ …!
করোনা প্রকাশ কৃতজ্ঞতা তাঁর ঃ ভুলে যাও যখন তখন …!!
শুনে দেখো পশু – পাখী ও ওদের ভাষায় করে তাঁর স্মরণ …!
শুনে ও শুনো না …দেখে ও দেখো না ঃ হবে অধঃ পতন …!!
ওঁ …! আল্লাহ …! তুমি মোদেরে ক্ষমা করো …!
রেখো তোমার ভালো বাসা ও ভয় ও রাসুলের জীবন …!!
আমিন
Facebook Comments