প্রত্যাশা ও প্রাপ্তি, আসমা খান, Deserve and Desire, Asma Khan
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’
যদি তিন পা হাঁটতে, দু’পা না পিছোও
তবে তা তোমার একগুঁয়েমি
আলো তো জ্যোতির্ময়, সরল রেখায় চলেও
আলোকিত করে, নিচ্ছিদ্র বনভূমি
আর আঁধার চারিদিক থেকে জাপটে ধরে
সৃষ্টির প্রথম থেকেই। দেখ আজো তুমি
সাফল্যর নৌকা দ্রুত তীরে ভিড়ালে
সমাজের মগডালে যাঁরা, তাঁদের চিন্তার ভিতরে
লোভ ক্ষোভ ঈর্ষা আক্রোশ কতটা অসুন্তষ্ট করে
সাফল্যর সন্মানটাকে কেমন জোঁকের মত ধরে।
তাঁদের ক্ষমা করো, অনুতাপ আছে তাদের ও অন্তরে।
আসলে জীবন যাত্রাপথ, আয়ুর রেখা…
সাফল্য ব্যার্থতা কিছু নয়, বাঁধা ডিঙ্গিয়ে গন্তব্য দেখা
কখোনও আলো ঝল মল, কখোনও দোষারোপে আঁধার
জীবন মানে পরীক্ষা, নিত্য নতুন পুলসিরাত পার।
পথে তো থাকেই খানাখন্দ, বিশাল পাথর তার মাঝেই একাকী সফর
দায়িত্বটা কে দেয়, কে বোঝা নেয়, এ যেন নিয়তির স্বর
বাধার আঁধার জড়ালেও আলোর মত চলা নিরন্তর
সভ্যতা ও সময়ের পাঁজর খুঁজে দেখো এর সঠিক উত্তর
প্রত্যাশা ও প্রাপ্তিতে জীবন এক অবাক যাদুকর।