Holiday Bazaar, Asma Khan: ছুটির বাজার , আসমা খান।

139

 Holiday Bazaar, Asma Khan: ছুটির বাজার , আসমা খান।

মুখেই থাকে খাস পরিচয়, কথার টানে, খানা পিনায়

যতই জানো খাপ খাওয়ানো অন্য রকম সভ্যতায়

ব্যাস্ত দারুন, জটিল সমাজ, অন্য রকম আবহাওয়া

দিন যাপনে নাগরদোলা, পেন্ডুলামে সেই ঢাকা, এই অটোয়া।

 

সাজিয়ে রাখা রসের ঠিলে, সবাই মিলে তৃপ্ত সময় আত্বার চোখ

জন্মসিড়ির ভূত-ভবিষ্যৎ শিকড় খোঁজে আপন ঘর, স্মৃতির শ্লোক।

জ্বিবেই থাকে খাস পরিচয়, মায়ার বুলি, শীতের সময় পিঠে পুলি

মেলায় মেলে হটাৎ করেই নানী দাদীর শিকড় ছোঁয়া সেই মাদুলি।

অলৌকিক সেই গোপন তাবিজ ছিন্নমূলের অচিন দাওয়াই

ব্যাকুলতার রুবাই  তো চায় স্বাদে কথার আপন করা আমেজটাই।

 

কোথায় ছিলাম, কোথায় এবং কেন এলাম স্থান চ্যুতির ঐ দহনেরা

ভূবন চষা যাযাবরে যখন তখন  খুঁজে ফেরে, আর আখেরে ইচ্ছেরা

কত রকম স্বপ্ন দেখায়। জগৎ সেরা টেকনোক্র্যাট আর বিশ্ব ঘোরা  জিপসিরা

ব্যাস্ত সবাই কংক্রিটের ঘরে ঘরে, ফি বছরে ডিসেম্বরে তীব্র শীতে…

অটোয়াতে মেলার ফিতে কাটেন, নগর গড়ার ভিন রীতিতে

ছিন্নমূলের হালচালে সন্মোহনের শক্তি খোঁজেন মাননীয় নগরপাল,

আস্থার নাগালে শীতের মেলায়

আকাশ ছোঁয়া দালান কোঠায়, মানুষ যখন স্বপ্ন ছোঁয়ায়

বিস্ময়েরই ইন্দ্রজাল…

পরস্পরে চেনে চেনায়, মেলামেশায়, প্রতিশ্রুতি নির্ভেজাল।।

 

 

Facebook Comments