Palestine, Asma Khan

506

প্যালেস্টাইন, আসমা খান
নরকের মানচিত্র শুধু ধ্বংশের স্তূপ
চারিদিকে বিরান, মানব কোলাহল চুপ, নিশ্চুপ
লাখ লাখের জনপদে নেমে আসে নিষ্ঠুর সাজা
বিশ্বের মানচিত্রে তাজা শিরোনাম আজ গাজা।।
বৃস্টির মত বোমা পড়ে, ঝর ঝর ঝরে সাদা ফসফরাস
হাজারে হাজারে হতাহত,অনাদরে বেশুমার লাস
হে সময়! হে ইতিহাস!!!
রক্তের অক্ষরে লিখে রাখো
স্বপ্ন ঘুড়ি উড়ে গেছে
অবরুদ্ধ শহরে কত সহস্র শিশুর নিস্প্রান দেহ
ধুলি মাখা পড়ে আছে সুতো ও লাটাই
শুধাওঃ ‘হে ধুলি পাথরের চাই,
জুলুম কি দেখেছো সবটাই?’

জুলুমের ত্রাস যত শক্ত হোক,
ভয়ের মুখোশ, যত হিমস্রোত যত প্ত্রশোক
হায়েনার ধারালো নখ যত ক্রর হোক
চক্রান্ত যত হীন হোক, মানবতা শক্ত কঠিন।

চারিদিকে অবরুদ্ধ মুক্তির এ যুদ্ধ,
তবে যদ্ধের ও আছে কিছু আইন
যত ক্ষত শোক শক্তিতে দৃঢ় হোক
যত মাছুমের রক্তের ঋন।
শপ্থঃ অবরোধ মুক্ত স্বাধীন!!!
সারা বিশ্ব ওলট পালট ফুলকি জ্বলছে সবার অন্তরে

জেগেছে মানুষ শহরে শহরে
স্লোগানে স্লোগানে লাখ লাখ স্বরে
ধ্বনিত প্যালেস্টাইন, প্যালেস্টাইন, প্যালেস্টাইন!!!